শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ক্যাম্পাসে থাকা পশু-পাখিরা। আবাসিক হলগুলোর ডাইনিং-ক্যান্টিন এবং ক্যাম্পাসের হোটেলগুলো বন্ধ থাকায় উচ্ছিষ্ট খাবার না পেয়ে অর্ধাহারে-অনাহারে মৃতপ্রায় তারা। এসব ক্ষুধার্ত কুকুর-বিড়ালের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা।আরো পড়ুন:শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রদল নেতার চারিত্রিক সনদ বাতিলরাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের এজিএম শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রদল নেতার চারিত্রিক সনদ বাতিল রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের এজিএম বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ক্ষুধার্ত কুকুর-বিড়ালকে খাবার দিতে দেখা যায় তাদের। এ সময় রাকসু প্রার্থীরা ছাড়াও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পাসে থাকা কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো...