জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে নতুন স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজ, খুনি, হিন্দুস্তানের দালাল চাই না। জুলাই সনদ আমাদের আগামীর পথচলা এবং দেশ গড়ার দিকনির্দেশিকা। সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে কথা বলতে হবে। আইনি ভিত্তি না থাকলে যে কোনো দল ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে অস্বীকার করতে পারে। মনে রাখবেন, আইনি ভিত্তি ব্যতীত জুলাই সনদের মূল্য ভাঙাড়ি দোকানের পুরোনো বাতিল কাগজের মতো।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে জাগপার পল্টনের কার্যালয়ে শ্রমজীবী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাশেদ প্রধান বলেন, আমি দেখতে পাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে সরকারি ছুটির দিনে আজ এখানে উপস্থিত হয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বেসরকারি চাকরিজীবী। একই সঙ্গে উপস্থিত...