মানবিক ত্রাণ ও কর্মীদের বহনকারী আন্তর্জাতিক বেসামরিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি নৌবাহিনীর ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ আটকে দেওয়া হয়েছে। কয়েকজন মানবাধিকার কর্মীকে আটক করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। আশঙ্কা করা হচ্ছে, ফ্রিডম ফ্লোটিলার জাহাজকে গাজা উপকূলে ভেড়া ঠেকাতে ইসরায়েলি নৌবাহিনী জলযান দিয়ে নৌ অবরোধ সৃষ্টি করবে। কেননা বেশ কিছু ইসরায়েরি জাহাজ ফ্লোটিলা বহরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলের তরফে আক্রমণাত্মক বাধাদানের চেষ্টা সত্ত্বেও আয়োজকরা দাবি করেছেন, অনেক জাহাজ গাজায় পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা এই মিশনকে দীর্ঘস্থায়ী সমুদ্র অবরোধ ভাঙার একটি প্রতীকী প্রচেষ্টা হিসেবে দেখছেন। নৌবহর সূত্রে জানা যায়, ১ অক্টোবর ক্যামেরা বন্ধ এবং জিপিএস সিগন্যাল বিঘ্নিত হওয়ার কারণে বেশ কয়েকটি জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে একটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে বলেও অভিযোগ করা...