খুলনা:ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব-নিকাশ। নানা ইস্যুতে কয়েকটি দল আন্দোলন নিয়ে রাজপথে থাকলেও ভেতরে ভেতরে তারাও নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত।নির্বাচনের আগে এবারের শারদীয় দুর্গাপূজা রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। পূজাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে খুলনায় বিএনপি ও জামায়াতে ইসলমীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। মন্দির-মণ্ডপে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন এ দুইটি রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি আর্থিক অনুদান, মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও কুশলবিনিময়ের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে মরিয়া তারা। লক্ষ্য নির্বাচনে ভোট টানা। অনেকে পূজামণ্ডপ পরিদর্শন করে ভোটও প্রার্থনা করেছেন। বিভিন্ন পর্যায়ের নেতা তোরণ নির্মাণসহ বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। হিন্দু অধ্যুষিত খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা উপজেলা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি জিয়াউর রহমান পাপুল ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ...