বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নির্বাচনে হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। ইতোমধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকদের অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এসব অভিযোগের ব্যাখ্যা দেন। তিনি অভিযোগ উল্টো তামিম ইকবাল ও বিএনপিপন্থি সংগঠকদের দিকেই ঘুরিয়ে দেন। তার দাবি, “ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের পক্ষ থেকে ডিসিদের ফোন দিয়ে কাউন্সিলর দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে, এমনকি ধমকও দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, তাদের কাছে কিছু কল রেকর্ড ও নথিপত্র রয়েছে। সেসব নথিতে হুমকির ভাষায় বলা হয়েছে— “যদি নির্বাচন করেন, ৬ মাস পরিণতি ভোগ করতে...