গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে গতকাল সকালেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। তার সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন আরও ১৬ প্রার্থী। সবার অভিযোগ একই— নির্বাচনে সরকারি হস্তক্ষেপ। হঠাৎ এমন সিদ্ধান্তে নিয়মের বাইরে গিয়েও প্রত্যাহার করা প্রার্থীদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। কোনো প্রার্থী যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। তবে সেই আহ্বান গ্রহণ করেননি কোনো প্রার্থী। ফলে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা কমে গেছে। এরপর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাহলে কোথা থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করছেন? তামিমসহ ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় নির্বাচনে সর্বশেষ পরিচালক প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৩ জন। এর মধ্যে আবার কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ফলে ভোটের মাঠে সেই সংখ্যা আরও কমে যাচ্ছে। ক্যাটাগরি- ১...