বাবার শারীরিক অবস্থা এখন কেমন?নিদ্রা নেহা:বাবা পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত। এখন লাস্ট স্টেজে (শেষ ধাপে) আছেন। শরীর একদমই ভালো না। আমরা চেষ্টা করছি, বাকিটা ভগবানের ওপর। গত বছর লক্ষ্মীপূজার সময় বাবার ক্যানসার ধরা পড়েছিল। প্রায় এক বছর হয়ে গেছে। দুর্গাপূজাতেও এবার আমাদের পরিবারে ‘পুজো পুজো’ ব্যাপারটা নেই। আমার পুরো জীবনে এতটা নিরিবিলি পূজা কখনোই কাটাইনি। পুরান ঢাকায় গিয়েছিলেন, কেমন দেখলেন? কোথায় কোথায় ঘুরলেন?নিদ্রা নেহা:সাধারণত ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, জগন্নাথ হল—এই তিনটি মণ্ডপে সবসময়ই যাওয়া হয়। ভার্সিটি (ঢাকা বিশ্ববিদ্যালয়) তো আমার নিজেরই ভার্সিটি, তাই এই মণ্ডপগুলোর সঙ্গে সম্পর্কটা অনেক বেশি। এ ছাড়া রমনা কালী মন্দির আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ বলতে গেলে আমি আমার জীবনের অনেক কিছু সেখানে পেয়েছি, কালী মন্দিরের মাধ্যমে। এই জন্য রমনা কালী মন্দির আমার জন্য স্পেশাল।...