০২ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পিএম বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) নামক এক স্কুল শিক্ষক দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় তার ৮ বছরের ছেলে আরহাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফেসবুক পোস্টে আট বছরের শিশু আরহাম তার বাবাকে উদ্দেশ্য করে লিখেছে— বাবা, তুমি তো অনেক সুখে আছো তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে? জন্মের পর থেকে তুমি কোলে কোলে ঘুরতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি বাবা, তাহলে হারিয়ে গেলে কেন? শিশু আরহাম আরও লিখেছে— আমরা কি খাব, কিভাবে পড়াশোনা করবো,...