০২ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম বিশ্বব্যাপী এক উদ্বেগজনক প্রবণতার মধ্যে শিক্ষায় স্বাধীনতা সঙ্কুচিত হওয়ার এক প্রকট উদাহরণ হিসেবে সামনে উঠে এসেছে ভারত। নিউইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক নেটওয়ার্ক স্কলার্স অ্যাট রিস্কের (এসএআর) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই নেটওয়ার্কটি বিশ্বজুড়ে শিক্ষাবিদের সুরক্ষায় নিবেদিত। এই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশে শিক্ষার্থীদের উপর সবচেয়ে ভয়ংকর ও হিংসাত্মক দমন-পীড়ন চালানো হয়। 'ফ্রি টু থিঙ্ক ২০২৫' শীর্ষক এই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ এর মধ্যে ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরে মুক্ত প্রকাশের ওপর বিধিনিষেধ তীব্র হয়েছে। শিক্ষাবিদ সমাজের উপর নেমে আসে দমন-পীড়নের ঢেউ। এসএআর-এর প্রতিবেদনে ৪৯টি দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ৩৯৫টি আক্রমণের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, কর্তৃত্ববাদী এবং গণতান্ত্রিক উভয়...