০২ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম নোয়াখালীর স্বনামে বিভাগ ও কুমিল্লা নামক বিভাগের সাথে বৃহত্তর নোয়াখালীর নাম সংযুক্তি বাতিলের দাবীতে নোয়াখালীর সোনাইমুড়ী বাইপাসে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সোনাইমুড়ী উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে বৃহত্তর নোয়াখালীবাসীর প্রাণের দাবী নোয়াখালী বিভাগের দাবীতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ জড়ো হয় বাইপাস চত্ত্বরে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-নোয়াখালী ফোরলেন সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। ২ ঘন্টাব্যাপী বিক্ষোভে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, সোনাইমুড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আবদুল কাইয়ুম ভূঁইয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...