শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে সারা দেশে চলছে প্রতিমা বিসর্জন। মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর দিয়েছেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গায়। বৃহস্পতিবার ভোর থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয়ার প্রার্থনা করেন তারা। এরপর শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে। ঢাক-ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখর ছিল পরিবেশ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, নবমী পূজা শেষে মর্ত্য ছেড়ে নিজালয়ে যাত্রা করেন দেবী দুর্গা। দশমীতে দর্পণ বিসর্জনের পর রীতি অনুযায়ী বিভিন্ন মণ্ডপে দেবী দুর্গাকে তেল, সিঁদুর আর পান-চিনিতে অশ্রু সজল নয়নে বিদায় জানানো হচ্ছে। আর এর মধ্য দিয়েই শেষ হচ্ছে ৫ দিনের দুর্গোৎসব। এদিন সকালে অনুষ্ঠিত বিহিত পূজায় ভক্তরা দেবীর কাছে শান্তি, সৌভাগ্য আর সমৃদ্ধি কামনা করেন। পরে মণ্ডপে মণ্ডপে...