০২ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম ৫০টি প্রতীকের মধ্যে একটিকে বেছে নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপিকে) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতীক পছন্দ করে লিখিতভাবে কমিশনকে জানানোর কথা বলা হয়। গত ৩০ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এনসিপির আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে পছন্দের প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়। তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত নেই। এতে আরও বলা হয়, দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে কমিশনকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হলো। বরাদ্দযোগ্য ৫০টি প্রতীক হলো, আলমিরা, খাট, টেলিফোন, ফ্রিজ, মোড়া, উটপাখি, মুড়ি, তবলা, বক, মোরগ, কলম,...