গল্পটা এমন, ষাটের দশকে এদেশে জনসংখ্যা ছিল সাড়ে পাঁচ কোটির কাছাকাছি কিন্তু অভাব ছিল সীমাহীন। অনেকটা নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। মুরব্বিদের কাছে শুনেছি তখন সমাজের নিম্নবিত্ত মানুষেরা ক্ষুধা নিবারণের জন্য এক পেয়ালা ভাতের মাড়ের জন্য বিত্তবানদের কাছে ধরনা দিত। এমন এক পরিস্থিতিতে তৎকালীন রাজকীয় কৃষি কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৯৭০ সালের ১ অক্টোবর পূর্ব-পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। নানা চড়াই উৎরাই পেরিয়ে ১৯৭১ সালে বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন যখন শুরু হলো তখন মানুষের অন্ন বস্ত্রের অধিকার প্রতিষ্ঠাই ছিল প্রধান উদ্দেশ্য। তাই স্বাধীনতা আন্দোলনের অনেক স্লোগানের মধ্যে মুক্তিযোদ্ধাদের একটি স্লোগান ছিল- বাংলার প্রতি ঘর, ভরে দিতে চাই মোরা অন্নে। এই স্লোগান তখন কৃষক শ্রমিক মেহনতি মানুষকে দেশপ্রেমে উদ্দীপ্ত করেছিল।বহুকাক্সিক্ষত স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত দেশে শুরু হয় আরেক নতুন সংগ্রাম। সেটি...