জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবিলম্বে ‘জাতীয় নার্স কমিশন’ গঠনের দাবি জানানোর পাশাপাশি নার্সদের পেশাকে চিকিৎসকদের সমমর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, “যদি আমরা সত্যিকার অর্থে স্বাস্থ্য নিশ্চিত করতে চাই, অবিলম্বে সরকারকে একটা ‘জাতীয় নার্স কমিশন’ গঠন করতে হবে, এটা আমাদের দাবি। এ কমিশনকে সমমর্যাদা সম্পন্ন ও স্বাস্থ্য ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক শক্তি হিসেবে গঠন করতে হবে। ‘তালি-বালি’ করা যাবে না। “কমিশন করবেন এবং নার্সিং পেশাকে মর্যাদা দেবেন ডাক্তারদের মত। যদি নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা সম্পন্ন না করেন, আমরা জীবনেও জনগণের স্বাস্থ্য কায়েম করতে পারব না।” বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন’ ও ‘স্বাস্থ্য আন্দোলন’ এর যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি। স্বাস্থ্য আন্দোলনের প্রধান ফরহাদ মজহার বলেন, “নার্সিং...