পাকিস্তানকে ইতিহাস ও ভূগোল বদলের হুমকি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার গুজরাটে ভারতীয় সেনাবাহিনীর একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই হুমকি দিয়েছেন। রাজনাথ সিং বলেছেন, “স্যার ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাবে এমন প্রত্যাঘাত হবে, যার অভিঘাতে ইতিহাস ও ভূগোল উভয়ই বদলে যাবে।” ১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনার লাহোরের উপকণ্ঠে পৌঁছে যাওয়া এবং সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “১৯৬৫ সালে ভারতীয় সামরিক বাহিনী লাহোরে পৌঁছে যাওয়ার সক্ষমতা দেখিয়েছিল। আজ ২০২৫ সালে পাকিস্তানকে মনে রাখতে হবে, করাচি যাওয়ার একটি পথ, আর সেটা এই খাঁড়ি (স্যার ক্রিক) হয়েই।” রাজনাথ সিং বলেন, “স্বাধীনতার ৭৮ বছর পরেও স্যার ক্রিক এলাকায় সীমান্ত বিরোধ অব্যাহত রয়েছে। ভারত বারবার আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের উদ্দেশ্য ত্রুটিপূর্ণ ও অস্পষ্ট। স্যার...