আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মোলামগাড়ি আকন্দপাড়া গ্রামের আল আমিনের সঙ্গে তার স্ত্রী লাবণী ওরফে লাভলী আক্তারের দাম্পত্য কলহ চলছিল। বুধবার সন্ধ্যার পর মাছ কাটা নিয়ে স্বামী আল আমিন তাকে চড়-থাপ্পড় দেন। স্বামীর ওপর অভিমান করে লাবণী রাত ৮টার দিকে শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা টের পেয়ে ডাক-চিৎকার করেন। তখন স্বামী আল আমিন তাকে নামিয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে লাবণী মারা যান। এরপর মরদেহ বাড়ির কাছে মসজিদের পাশে রেখে আল আমিন পালিয়ে যায়। ওসি মোস্তাফিজুর রহমান জানান, দাম্পত্য কলহে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার...