গাজা যুদ্ধের বিরুদ্ধে স্পেনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে ৪টা থেকে বিক্ষোভের লাইভ সম্প্রচার করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গাজাগামী ত্রাণবাহী ফ্লোটিলা আটকানোর পর সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ ডজনখানেক কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) বেশ কয়েকটি নৌযান ‘নিরাপদে থামানো হয়েছে’ এবং যাত্রীদের ইসরায়েলের এক বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদেরকে ফেরত পাঠানো হবে। আটককৃত নৌযানগুলোকে গাজার উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় আটকানো হয়। যদিও এ এলাকায় ইসরায়েল টহল দিয়ে থাকে, তবুও তাদের এখানকার ওপর কোনো আইনগত এখতিয়ার নেই। ইসরায়েল জানিয়েছে, তাদের নৌবাহিনী নৌযানগুলোকে পথ পরিবর্তনের নির্দেশ দিয়েছিল, কারণ তারা ‘একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছিল এবং একটি বৈধ নৌ অবরোধ লঙ্ঘন করছিল।’ অন্যদিকে, জিএসএফ...