মেটা এআইয়ের সঙ্গে ব্যবহারকারীদের কথোপকথন ও ইন্টারঅ্যাকশন ব্যবহার করে এখন থেকে ফেইসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বিজ্ঞাপন এবং কনটেন্ট সাজানো হবে। চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে এটি চালু হবে বলে ঘোষণা করেছে মেটা। কোম্পানিটির মোট আয়ের প্রায় ৯৮ শতাংশই বিজ্ঞাপন থেকে আসে। তাই তাদের আয় বাড়াতে বিজ্ঞাপনকে আরও কার্যকর করার চেষ্টা করছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট নিওউইন। এর মানে, ব্যবহারকারীরা যদি মেটা এআইয়ের সঙ্গে টেক্সট বা ভয়েসে কোনো বিষয়ে কথা বলেন, সেটির ওপর ভিত্তি করেই তাদের ফিডে পোস্ট, রিল, বিজ্ঞাপন বা গ্রুপের সাজেশন আসবে। উদাহরণ হিসেবে, কেও যদি হাইকিং নিয়ে মেটা এআইকে কিছু জিজ্ঞেস করেন তাহলে তার জন্য হাইকিং-সংক্রান্ত গ্রুপ, পোস্ট বা বিজ্ঞাপন দেখানো হতে পারে। এগুলোর সঙ্গে ব্যবহারকারীর লাইক বা পেইজ ফলোর মতো প্রচলিত তথ্যও যোগ হবে। মেটা...