নিজস্ব প্রতিবেদক : এমিরেটস এয়ারলাইন্স বুধবার (১ অক্টোবর) থেকে প্লেনে পাওয়ার ব্যাংকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা বিমানে ১০০ ওয়াট আওয়ারের নিচের পাওয়ার ব্যাংক বহন করতে পারলেও, প্লেনের মধ্যে তা দিয়ে কোনো ডিভাইস চার্জ করা যাবে না এবং কোনো ডিভাইস থেকে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যাবে না। এছাড়া, পাওয়ার ব্যাংককে বিমানের ওভারহেড স্টোরেজ বিনে (কেবিন ব্যাগেজ রাখার জায়গা) রাখা যাবে না; এটি অবশ্যই সিটের পকেট বা সিটের নিচে রাখা ব্যাগে রাখতে হবে। আগের নিয়ম অনুসারে, চেক-ইন লাগেজেও পাওয়ার ব্যাংক বহন নিষিদ্ধ থাকবে। এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার জন্য বিমানের প্রতিটি সিটের পাশে চার্জিং পয়েন্ট রয়েছে। দীর্ঘ ফ্লাইটে যাত্রীরা তাদের ডিভাইসগুলো পূর্ণ চার্জ করে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীদের মধ্যে...