২০২৬ বিশ্বকাপকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি চাইলে আয়োজক শহরগুলোকে ‘অসুরক্ষিত’ ঘোষণা করে ম্যাচ সরিয়ে দিতে পারেন।তবে বুধবার ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোন শহর আয়োজক হবে, তা একমাত্র ফিফার এখতিয়ারেই পড়ে, কোনো সরকারের নয়। ২০২২ সালেই ফিফা নিশ্চিত করেছিল যে টুর্নামেন্টের ১০৪টি ম্যাচ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে ১১টি শহর, মেক্সিকোতে ৩টি ও কানাডায় ২টি শহরে খেলা হওয়ার কথা রয়েছে। এখন পরিবর্তন আনতে গেলে ফিফাকে বড় ধরনের আইনি ও লজিস্টিক সমস্যার মুখোমুখি হতে হবে, কারণ জুনের ১১ তারিখেই শুরু হবে বিশ্বকাপ। লন্ডনে এক স্পোর্টস বিজনেস কনফারেন্সে ফিফার সহসভাপতি ও কনকাকাফ সভাপতি ভিক্টর মনটাগ্লিয়ানি বলেন, ‘এটা ফিফার টুর্নামেন্ট, ফিফার এখতিয়ার, সিদ্ধান্তও নেয় ফিফাই। খেলার সৌন্দর্যই হলো এটা...