চীনের উহান শহরে ২৬ এবং ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কৃষিযন্ত্র প্রদর্শনী। প্রায় ২ লাখ ২০ হাজার বর্গমিটার আয়োজনে অংশ নেবে ২ হাজার ২০০ দেশি-বিদেশি প্রতিষ্ঠান। চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে বিশ্বকৃষি বিকাশের প্রেক্ষাপটে এমন কিছু আয়োজন আছে, যেগুলো বৈশ্বিক প্রভাব বিস্তারে বিশেষ ভূমিকা রাখে। এর মধ্যে অন্যতম হলো চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন (ছিআইএএমই)। আন্তর্জাতিক প্রদর্শনীটি বিশ্বের শীর্ষ কৃষিযন্ত্র নির্মাতা, উদ্ভাবক ও বিশেষজ্ঞদের সমাবেশ ঘটাবে এক মঞ্চে। প্রায় ২ লাখ ২০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে এবং ২ হাজার ২০০ প্রদর্শক প্রতিষ্ঠান নিয়ে আবার জমবে মেলা বিশ্বকৃষির যন্ত্রপাতি নিয়ে। ছিআইএএমই-এর সূচনা হয়েছিল ১৯৫০-এর দশকে, তখন এর নাম ছিল ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোডাক্টস অর্ডারিং ফেয়ার। ২০১১ সাল থেকে প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে— · চায়না এগ্রিকালচারাল মেশিনারি ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন (ছিএএমডিএ),· চায়না এগ্রিকালচারাল...