০২ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম বাংলাদেশের বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলোয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। কাজল বলেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে। তবে বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী সে সুযোগ নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আইন অনুযায়ী রিভিউ করার সুযোগ রয়েছে। ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ সময় নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, মহেশপুর-কোটচাঁদপুর অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য,...