চলতি বছরের ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তির পর এবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আসছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’। ইতোমধ্যে আইস্ক্রিনে শুরু হয়েছে ছবির প্রচারণা। ফার্স্টলুক পোস্টারের পর গেল সপ্তাহে প্রকাশ করা হয়েছে প্রায় এক মিনিটের একটি টিজার, যেখানে অ্যাকশন ও প্রেমকাহিনীর দুর্দান্ত এক মিশ্রণ দর্শককে আকৃষ্ট করেছে। ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, “‘অন্তরাত্মা’ হলো প্রেম-ভালোবাসা ও ষড়যন্ত্রে ঘেরা এক সিনেমা।” ছবির কাহিনি লিখেছেন প্রযোজক সোহানী হোসেন, যিনি আগে ‘সত্তা’ সিনেমা প্রযোজনা করেছিলেন। চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এছাড়াও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ। সিনেমার সংগীতে রয়েছে একাধিক শ্রোতাপ্রিয় গান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন...