ম্যানচেস্টারের উত্তরে একটি সিনাগগে এক ব্যক্তিকে ছুরিকাঘাত ও গাড়ি চালিয়ে মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গুলি করেছে যুক্তরাজ্যের পুলিশ। বৃহস্পতিবার ২ অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, শনিবার সকাল প্রায় সাড়ে ৯টায় (গ্রিনিচ মান সময় সাড়ে ৮টা) ক্রাম্পসলের হিটন পার্ক হিব্রু মণ্ডলীর সিনাগগে তাদের ডাকা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ব্যক্তি জনতার দিকে গাড়ি চালিয়ে দেন এবং একজনকে ছুরিকাঘাত করেন। সকাল ৯টা ৩৮ মিনিটে সশস্ত্র পুলিশ গুলি চালায় বলে জানানো হয়েছে। সকাল ৯টা ৪১ মিনিটে জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। গাড়ি ও ছুরিকাঘাতের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলার জরুরি কোডওয়ার্ড “প্লেটো” হিসেবে ঘোষণা করে।...