বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেছেন, রাজনৈতিক দলের কিছু কিছু দুর্বৃত্ত ফায়দা নেওয়ার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। তাদের মধ্যে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এবং যারা ক্ষমতার বাইরে থাকে তারা ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে এসব করে বলে মন্তব্য করেন তিনি। নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যারিস্টার ওমর ফারুক আরো বলেন, আমাদের যে সম্প্রীতি, বহু বছরের সম্প্রীতি। এই সম্প্রীতি গড়ে উঠেছে মায়া মমতার মধ্য দিয়ে। এই সম্প্রীতি গড়ে উঠেছে বন্ধুত্বের মধ্য দিয়ে। কিন্তু মাঝে মাঝে কেউ কেউ আতংক ছড়ায় তাদের আলটেরিয়ার মটিভে, রাজনৈতিক দলের কিছু কিছু দুর্বৃত্ত ফায়দা নেওয়ার জন্য। আমিতো মনে করি যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার...