আরবী ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলামের যে যাত্রা আদম (আ.) থেকে শুরু হয়েছে, তার চূড়ান্ত পরিসমাপ্তি হয়েছে রসুল (স.)-এর হাত ধরে ইসলামকে পরিপূর্ণ জীবনবিধান স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। কুরআনের স্পষ্ট ঘোষণা ‘নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত দ্বীন ইসলাম।’ ইসলাম জীবনবিধান হিসেবে পৌত্তলিকপ্রধান মক্কায় এবং পরবর্তী সময়ে ইহুদিপ্রধান মদিনায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে একথা জানান দিয়েছে যে, ইসলামের কাজই হলো সত্যের প্রকাশ এবং শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা কি একবার ভেবে দেখেছি, অন্যতম বড় অপরাধী ইকরামা বিন আবু জেহেল (পরবর্তী সময়ে অন্যতম সেরা সাহাবি) কাবার ছায়ায় আশ্রয় নিলেও যাকে হত্যার হুকুম ছিল তাকে কীভাবে রসুল (স.) ক্ষমা করেছিলেন? আমরা তো হিন্দার কথা জানি, যে উহুদ যুদ্ধের পর রসুল (স)-এর চাচা আমির হামজা (রা.)-এর দেহ মোবারক ক্ষতবিক্ষত করেছিল তৎকালীন যুদ্ধসম্পর্কীয় সব নিয়মনীতি উপেক্ষা...