চারপাশে সবুজ পাহাড়, আঁকাবাঁকা পথ আর পাহাড়চূড়ায় ভেসে থাকা মেঘ যেন প্রকৃতির অনিন্দ্য সুন্দর এক ক্যানভাস। বর্ষা মৌসুমে এ দৃশ্য আরো মোহনীয় হয়ে ওঠে। আকাশ আর পাহাড়ের মিলনে সৃষ্টি হয় অপরূপ প্রাকৃতিক দৃশ্যপট, যা ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। এই সৌন্দর্যের টানেই ছুটে আসেন হাজারো মানুষ পাহাড়কন্যা বান্দরবানে। এবারের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে টানা চার দিন সরকারি ছুটির দ্বিতীয় দিনেও বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়। হোটেল, রিসোর্ট, কটেজ কোথাও সিট খালি নেই। শহরের প্রতিটি হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজে শতভাগ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় আবাসিক হোটেল ব্যবসায়ীরা। এদিকে, সম্প্রতি পার্বত্য জেলা খাগড়াছড়িতে সহিংসতার কারণে পর্যটকরা সেদিক থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে, বিকল্প হিসেবে নিরাপদ ও মনোরম পর্যটন স্পট বান্দরবানই হয়ে উঠেছে ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দ।...