মরক্কোয় সামাজিক ন্যায়বিচার ও সংস্কারের দাবিতে তরুণদের শুরু করা আন্দোলনের আরও বিস্তৃতি ঘটে সহিংস হয়ে উঠেছে। এ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে আগাদির শহরের কাছে লকলিয়ায় একদল ব্যক্তি নিরাপত্তা বাহিনীর অস্ত্র চুরি করার চেষ্টা করলে তাদের বাধা দিতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়, এতে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। রয়টার্স লিখেছে, সামাজিক ন্যায়বিচারের দাবিতে আন্দোলন শুরু হলেও এই ঘটনায় তা প্রাণহানির দিকে মোড় নিয়েছে। সামাজিক ন্যায়বিচার, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে শিথীলভাবে গঠিত ‘জেন-জি ২১২’ বলে নিজেদের পরিচয় দেওয়া অনলাইনভিত্তিক তরুণদের একটি গোষ্ঠী শনিবার থেকে এ আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রচার চালাতে তারা টিকটক, ইনস্টাগ্রাম এবং গেইমিং অ্যাপ ডিসকর্ড ব্যবহার করে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনকারীরা আধাসামরিক বাহিনীর একটি...