নিহত সুজন কুমার (৩৩) কুমারনলালপুরের ওয়ালিয়ার ফুলবাগান এলাকার সুনিল কুমারের ছেলে। পরিবারের বরাতে ওসি মাহাবুর রহমান বলেন, সকালে বোন জামাইকে নিয়ে মোটরসাইকেলে নঁওগার আত্রাইয়ে গিয়েছিলেন সুজন। সেখান থেকে সাড়ে ৮টার দিকে তিনি বাড়ির পথে রওয়ানা হন। পরে দুপুরে দিয়ারভিটা এলাকায় পুকুরের পাশে তার মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুকুরে হেলমেট ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুকুর থেকে সুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওসি বলেন, মোটরসাইকেলটির সামনের অংশ দোমড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থলের একটি গাছে মোটরসাইকেলের ধাক্কার চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে সুজন পাশের পুকুরে...