যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে ইহুদিদের উপাসনালয় হিটন পার্ক সিনাগগ-এর সামনে একটি হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা গাড়ি দিয়ে পথচারীদের ধাক্কা দিয়েছে এবং এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে। পুলিশ জানিয়েছে, এতে চারজন আহত হয়েছেন। ঘটনা ঘটে ইহুদি ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র দিন ইয়োম কিপ্পুরে, বৃহস্পতিবার সকালে ক্রাম্পসল এলাকায়। পুলিশ জানায়, হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করা হয়, তবে ধারণা করা হচ্ছে তিনি এখনও জীবিত। ম্যানচেস্টার পুলিশের মুখপাত্র বলেন, “সকাল ৯টা ৪১ মিনিটে প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজন গাড়ি ও ছুরিকাঘাতের কারণে আহত...