ঢাকা: ভারতের রাজস্থানে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরবরাহ করা কফ সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সিরাপ সেবনের পর আরও অন্তত ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। সিরাপের নিরাপত্তা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ার পর এক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স চালক সেটি নিজেরাও পান করেন এবং কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন। বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।জানা গেছে, রাজ্যের সিকার জেলার পাঁচ বছরের শিশু নিখিল এবং ভরতপুর জেলার দুই বছরের শিশু সম্রাট কাশি ওই সিরাপ খাওয়ার পর মারা যায়। নিখিল রাতে সিরাপ খেয়ে ঘুমাতে যায়, কিন্তু আর জেগে ওঠেনি। অন্যদিকে, সম্রাটের সঙ্গে আরও দুই শিশু একই ওষুধ খেয়ে ঘণ্টার পর ঘণ্টা অচেতন অবস্থায় ছিল। যদিও তাদের শেষ পর্যন্ত বাঁচানো গেলেও সম্রাট মারা যায়।ভুক্তভোগী অভিভাবকদের অভিযোগে বলা হয়েছে, ভরতপুরের বায়ানা কমিউনিটি...