জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নী জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, “এনসিপিকে শাপলা প্রতীক না দিলে আমরা কঠোর আন্দোলনে যাবো।” আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে বাউফল হাসপাতাল রোডের ফরিদ উদ্দিন প্লাজায় অনুষ্ঠিত এনসিপি বাউফল উপজেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “এনসিপি প্রতিষ্ঠার পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে জনগণ সহজে আমাদের প্রতীক চিনতে পারে এবং ভোট দিতে পারে। তাই এমন একটি প্রতীক চাই যা মানুষ সহজেই জানবে সেটিই আমাদের শাপলা গ্রহণের কারণ।” এনসিপি নেতা শাহিন আরও বলেন, “জাতীয় প্রতীক হিসেবে শাপলা এককভাবে স্বীকৃত না-ও হতে পারে; কিন্তু আমরা একটি ফুল হিসেবে শাপলাকে প্রতীক হিসেবে গ্রহণ করেছি। ইলেকশন কমিশন যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবে...