বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীরা কোনো দিন রাজপথ ছেড়ে দেয়নি। বিএনপির কোনো নেতা যারা আন্দোলনে ছিল তারা অন্যকোনো দিকে যায়নি।বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় ১, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, আমি যখন বিদেশে ছিলাম আমাদের দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রতিটি আন্দোলনের ছক তৈরি করে সকালে উঠেই আন্দোলন শুরু করেছে। আপনারা দেখেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি একজন মহিলা। তাকে কীভাবে নির্যাতন করা হয়েছে। তাকে গুলি করে দমন করা যায়নি, রাজপথে বাঁশ দিয়ে পিটিয়ে দমন করা যায়নি, সে কোনো নেতাকর্মীকে ফেলে যায়নি।তিনি বলেন, ৫ আগস্ট পরিবর্তনের পরে আমরা যাদের রাজপথে...