নেপালের তারকা লেগ-স্পিনার সন্দিপ লামিছানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শারজায় টি-টোয়েন্টিতে সিরিজে দলের সঙ্গে ছিলেন। কিন্তু ম্যাচ শুরুর মাত্র ৪৫ মিনিট আগে হঠাৎই নিজের থাকার নাম প্রত্যাহার করে নেন তিনি। এরপর সিরিজের ২য় ও ৩য় ম্যাচেও মাঠে নামেননি তিনি। জানা গেছে, সন্দিপ লামিছানে শেষ দুই টি-টোয়েন্টিতে নিষিদ্ধ ছিলেন। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন সিরিজ শেষ হওয়ার পর জানিয়েছে, লামিছানের নিষিদ্ধ থাকার খবর। কেন হঠাৎ করে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে? মূলতঃ প্রথম ম্যাচ শুরু হওয়ার মাত্র ৪৫ মিনিট আগে খেলা থেকে সরে দাঁড়ানোর কথা জানানোয় এ সিদ্ধান্ত নেয় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। বোর্ডের বিবৃতিতে জানানো হয়, প্রথম ম্যাচে টসের ১৫ মিনিট আগে লামিছানের সরে দাঁড়ানোয় দল ও পুরো নেপাল ক্রিকেটের ওপর ‘গুরুতর প্রভাব’ ফেলেছে। তাই টিম ম্যানেজমেন্টের সুপারিশে সিরিজের বাকি দুই ম্যাচে তাকে...