অ্যাপলের পরবর্তী প্রজন্মের ভিশন প্রো হেডসেটের ইঙ্গিত মিলেছে নতুন এক সরকারি নথিতে। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল নিজেদের ‘ভিশন প্রো’ হেডসেটের নতুন এক সংস্করণ বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সম্প্রতি কোম্পানিটির নতুন ডিভাইসের এক নথি যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল কমিউনিকেশন কমিশন’ বা এফসিসি’তে জমা দিয়েছে অ্যাপল। নথি অনুসারে, ‘হেড মাউন্টেড ডিভাইস’ বা মাথায় পরার উপযোগী ডিভাইসের ডায়াগ্রামের একটি ছবি এফসিসি’তে জমা দিয়েছে আইফোন নির্মাতা কোম্পানিটি, যা দেখতে ভিশন প্রো হেডসেটের মতোই বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ। এ নথিপত্রে খুব বেশি তথ্য না থাকলেও এতে আসন্ন হেডসেটটির মডেল নম্বর উল্লেখ রয়েছে, যা ‘এ৩৪১৬’। নতুন হেডসেটটিতে ওয়াইফাই ৬ সাপোর্ট থাকবে, যা অ্যাপলের আগের ভিশন প্রো হেডসেটের মতোই। এর আগে জুলাইয়ে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিল,...