ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়- ‘আপনাদের এতোগুলো পুলিশ হত্যা করলো। সেটার বিচার চাচ্ছেন না। উল্টা আমরা বিচার চাইতেছি। কিন্তু আমাদের রাস্তাঘাটে থাকতে দিচ্ছেন না। এসময় পুলিশ কমিশনার তাকে জিজ্ঞেস করেন- ‘কে থাকতে দিচ্ছে না, কে এটা বলেছে?’ এসময় ওই ব্যক্তি পুলিশ কমিশনারের নামে ফেসবুকে ছড়িয়ে পড়া নির্দেশনার বিষয়টি উল্লেখ করেন। এসময় এসএমপি কমিশনার ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মী বলে দাবি করেন। এই কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে গত সোমবার মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত একটি নির্দেশনার অংশবিশেষ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই নির্দেশনায় বলা হয়, ডিসেম্বর/২০২৫ খ্রি. মধ্যে এসএমপির আওতাধীন এলাকায় কোনো আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের লোকজন প্রকাশ্যে যাতে এলাকায় না থাকতে পারে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা...