গাজার উদ্দেশে যাওয়া ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ বেশ কয়েকটি নৌযানের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা। এতে থাকা দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করা হয়েছে। গাজার উদ্দেশে যাওয়া ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ বেশ কয়েকটি নৌযানের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা। এতে থাকা দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ৪০টির বেশি নৌযান নিয়ে যাত্রা করা এই ফ্লোটিলায় যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্সসহ অন্তত ৪৪ দেশের ৫০০ মানুষ ছিলেন। তাঁদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও অধিকারকর্মীরা রয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে বন্দি করেছে ইসরায়েল। সংগঠনটির মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, সমুদ্রে ১৩টি নৌযান আটক...