এবারে অষ্টমীর দিন জয়া বচ্চন যখন মুখার্জিদের মণ্ডপে যান, আলোকচিত্রীদের সামনে এই বর্ষীয়ান অভিনেত্রীকে একা দাঁড় করিয়ে দেন কাজল। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, কাজল জয়াকে বলছেন, “একা ছবি তোল।” কাজলের হঠাৎ সরে যাওয়ায় অপ্রস্তুত অবস্থায় পড়ে যান জয়া। তবে পরে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান। সবাইকে ধন্যবাদও জানান। ওই ভিডিও দেখে কেউ বলেছেন, “উনার হয়েছে কী, আলোকচিত্রীদের কিছুই বললেন না।” অন্যদিকে আলোকচিত্রীরা আঞ্জলি দেওয়ার ছবি তুলতে হুড়োহুড়ি শুরু করলে কাজল ধমকে উঠে বলেন, “একদম চুপ, এত চেচামেটি করবেন না এখানে দাঁড়িয়ে।” কাজলকে হাসিখুশি ও প্রাণবন্ত দেখতেই অভ্যস্ত তার অনুরাগীরা। হাসিখুশি স্বভাবের কাজলের ব্যবহারও বেশ...