চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে নৌবাহিনীর তৎপর উপস্থিতিতে ৩০টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে একযোগে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সকাল ১১টা থেকে উপজেলার সকল মণ্ডপে একসাথে বিসর্জন শুরু হয়। মূল ভূখণ্ড ছাড়াও বিচ্ছিন্ন ইউনিয়ন উড়ির চরের পূজামণ্ডপগুলোতেও একই সময় বিসর্জন অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে ভোর থেকেই নৌবাহিনীর সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপে অবস্থান নেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করেন। গত চারদিন ধরে একটি মোবাইল টিম উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা পর্যবেক্ষণ ও সমন্বয়ের কাজ করে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। প্রতিটি মণ্ডপে নিয়োজিত ছিলেন দু’জন পুলিশ ও পাঁচজন আনসার সদস্য। শেষ দিনের অতিরিক্ত ভিড় সামাল দিতে মাঠে ছিল নৌবাহিনীর সদস্যরাও। মাইটভাঙ্গা ওয়ার্ডের এক বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত থেকে...