ভারতের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করার পর ব্যর্থতার জালে আটকে যান আভিশেক শার্মা। কঠিন সেই সময়ে তার কাঁধে আস্থার হাত রাখেন সুরিয়াকুমার ইয়াদাভ। ভারতীয় ওপেনার জানালেন, টানা অনেক ম্যাচে শূন্যতে আউট হলেও তাকে খেলানোর প্রতিশ্রুতি দিয়ে তার আত্মবিশ্বাস হারাতে দেননি অধিনায়ক সুরিয়াকুমার। ২০২৪ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রাখেন আভিশেক। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে শূন্য রানে ফেরেন তিনি। পরেরটিতেই ঘুরে দাঁড়িয়ে উপহার দেন খুনে সেঞ্চুরি। ৮ ছক্কা ও ৭ চারে ৪৭ বলে করেন ঠিক ১০০ রান। এরপর জেঁকে বসে ব্যর্থতা। পরের সাত ইনিংসের একটিতেও ২০ রান স্পর্শ করতে পারেননি আভিশেক। বাংলাদেশ সিরিজে যখন টানা তিন ম্যাচে ১৬, ১৫ ও ৪ রান করেন, তখনই তার পাশে দাঁড়ান সুরিয়াকুমার। অধিনায়কের কথায় নিজেকে আরও মেলে ধরার তাগিদ অনুভব করেন বাঁহাতি...