নিজস্ব প্রতিবেদক : কিছু জিনিস ঘরে রাখলে বা কিছু কাজ করলে রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না। ফলে জিন বা শয়তানী অস্তিত্ব সেখানে উপস্থিত হওয়ার সুযোগ পায়। নিচে সেসব কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো: ঘরে জীবন্ত প্রাণীর প্রতিকৃতি (ছবি, ভাস্কর্য, পুতুল) থাকলে ফেরেশতারা সে ঘরে প্রবেশ করেন না। পুতুলের মাধ্যমে জিন ভর করতে পারে বলে অনেক ইসলামি মত রয়েছে। হাদিস অনুযায়ী, “যে ঘরে কুকুর বা ছবি থাকে, সেখানে ফেরেশতা প্রবেশ করেন না।” (সহিহ বুখারি) অনেক সময় পুতুল নড়াচড়ার ঘটনার সিসিটিভি ফুটেজও অনেকে জিনের প্রমাণ হিসেবে তুলে ধরেন। বাচ্চাদের পায়ের নূপুর বা ঘন্টাধ্বনি জাতীয় যন্ত্র থেকে আসা ঝুনঝুন শব্দ জিনদের আকৃষ্ট করে বলে বলা হয়। ফেরেশতারা এমন শব্দযুক্ত ঘরে অনাগ্রহী হন, যার ফলে সেই শূন্যতাকে জিনরা কাজে লাগাতে পারে। এই...