চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে পৌরসভার মৌলবী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মাকসুদা বেগম (৪৫)। তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি একটি রেলক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে আটকে যায়। এসময় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাকসুদা বেগম মারা যান। রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, রেললাইনে আটকে পড়া সিএনজি অটোরিকশাকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ধাক্কা দিলে...