গুলিবিদ্ধ হয়েছেন রিয়াদ (১৭), আর ছুরিকাঘাতে আহত হয়েছেন সাইফুল (১৭) ও নূর উদ্দিন (২৪)। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. জিলানী বাংলানিউজকে বলেন, শাহেদ পাড়ার নাক্কা আলম, সজল, জাকির, জাবেদ, টিঠু, ইকবাল, মামুন, নয়ন, দিশু, নূর জামান ও আলমগীর মোটরসাইকেলে এসে কুপিয়েছে ও গুলি চালিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর অভিযানে নাক্কা আলমের ভাই জাহাঙ্গীর মাঝিকে ১৮শ’ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় অস্ত্রসহ পালিয়ে গিয়েছিল নাক্কা আলম। জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তারের সময়ও সহযোগীদের ওপর গুলি ও কুপিয়ে হামলা করা হয়েছিল। তিনি আরও বলেন, ছয়টি মোটরসাইকেলে করে প্রায় ১০ থেকে ১৫ জন এসেছিল। প্রথমে দাঁড়িয়ে থাকা শুভকে কোপানোর চেষ্টা করা হয়। পরে সাইফুলকে কিরিচ দিয়ে কোপানো হয়। আরমান ও নূর...