০২ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরামপুর থানায় দায়েরকৃত মামলায় দিনাজপুরের একটি আদালতে দণ্ডপ্রাপ্ত ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে বিরামপুর থানা পুলিশ ও গাজীপুরের র্যাবের সহায়তা যৌথ অভিযান চালিয়ে সেলিম হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেয়। বিরামপুর থানা সূত্রে জানা যায়, বিরামপুর থানা পুলিশ ও ঢাকার গাজীপুর র্যাব-৪ এর সহায়তায় আদালত কর্তৃক ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিরামপুর উপজেলার দেবীপুর দওলাপাড়া গ্রামের মৃত জাফর উদ্দিনের পুত্র সেলিম মিয়া(৪০) বিরুদ্ধে ২০১৮ সালে বিরামপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। সে সময় থেকে সে ঢাকা গাজীপুরে গিয়ে আত্মগোপনে ছিল। বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক আমীর হোসেন দৈনিক ইনকিলাব কে জানান, বিরামপুর উপজেলার দেবীপুর (দওলাপাড়া) গ্রামের সেলিম মিয়াকে দিনাজপুরের মাননীয় বিচারিকী আদালত ৫ বছরের সশ্রম...