নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শুরুতেই বল হাতে বিধ্বংসী বাংলাদেশি পেসার মারুফা আক্তার। ইনিংস শুরুর প্রথম ওভারে আক্রমণে এসে টানা দুই বলে পাকিস্তানের দুই উইকেট তুলে নিলেন এ টাইগ্রেস।অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছ থেকে বল পেয়ে প্রথম তিন বলে কোনো রান দেননি মারুফা। এরপর ওয়াইড ও একটি সিঙ্গেল দেন এ টাইগ্রেস পেসার। তারপরই দেখান তার বিধ্বংসী রূপ। তার করা পঞ্চম বলে সুইং মিস করে বোল্ড হন পাকিস্তানি ব্যাটার ওমাইমা সোহেল পরের বলে ফের তার সুইংয়ে কাবু হয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন সিদরা আমিন।শুরুর চাপ সামলে পাকিস্তানকে ম্যাচে ফেরাতে চেষ্টা করেন রামিন শামিম ও মুনিবা আলি। তবে তাদের সেই জুটি বেশিক্ষণ টিকেনি। ব্যক্তিগত ১৭ রানে নাহিদার শিকার হন মুনিবা। একই বোলারের বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন রামিনও। এই প্রতিবেদন...