বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে সাগর উত্তাল থাকলেও এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে— এমন আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ অক্টোবর) অধিদপ্তরের ঘূর্ণিঝড় বিষয়ক৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিপ্রকাশ করা হয়। আবহাওয়াবিদমো. তরিফুল নেওয়াজ কবিরস্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পাশ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত ৯টার মধ্যে ভারতেরওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল (গোপালপুর ও পারাদ্বীপের মধ্যবর্তী এলাকা)অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে:...