মরক্কোতে গত পাঁচ রাত ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে, যা বুধবার দক্ষিণাঞ্চলের লেকলিয়া শহরে (রাজধানী রাবাত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে) সহিংস রূপ নেয়। এদিন পুলিশের গুলিতে দু'জন নিহত হয়েছেন। সরকারি বার্তা সংস্থা (এমএপি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, নিহতদের 'দাঙ্গাকারী' আখ্যা দেওয়া হয়েছে এবং পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা তাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল; যদিও প্রত্যক্ষদর্শীরা এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেননি। সরকারি সেবা ও জীবনযাত্রার দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া এই চলমান আন্দোলনে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। বিশেষ করে তরুণদের নেতৃত্বে 'নেতাহীন' এই আন্দোলন মরক্কোয় নতুন করে অস্থিরতা তৈরি করেছে। অনুমতি ছাড়াই আয়োজিত বিক্ষোভটি সপ্তাহজুড়ে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীরা ব্যাপক দুর্নীতির অভিযোগ করছেন। তাদের স্লোগানগুলোতে উঠে আসছে যে, একদিকে ২০৩০ সালের...