নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বুধবার (১ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বলেন, নির্বাচনে বিএনপির তুলনায় জামায়াতে ইসলামী অনেক এগিয়ে। তিনি বলেন, যদিও বিএনপি একটি বড় দল, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি। আর জামায়াত ইতোমধ্যে তাদের প্রার্থী চূড়ান্ত করে লিফলেট, পোস্টার তৈরির মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তাই ‘বিজয় একা যাবে না’ এই ধারণা সঠিক নয়। দুদু আরও বলেন, বিএনপি এখনো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং পিআর (প্রতিনিধিত্বের অনুপাত) পদ্ধতি সাংগঠনিক বিষয় হওয়ায় এটি পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। তিনি নিশ্চিত করেন, ৩১ দফা দাবির মধ্যে নির্বাচন করব এবং নির্বাচনের দিন ঘোষণার পর সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। একই সঙ্গে সবাই শান্তিপূর্ণ পরিবেশে...