দেশে বিচ্ছিন্নভাবে আগামী দুই দিন অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে এই সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের ৭ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা জানিয়ে এক পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে মুহুরী, সেলোনিয়া ও ফেনী পানি ফেনী জেলায় বিপৎসীমার উপর দিয়ে...