জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। শুভ বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসবের বাণী হলো, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আনন্দ ও সমৃদ্ধি কামনা করা।”আরো পড়ুন:ছুটোছুটির মধ্যে কাটছে মিমের পূজাবুড়িগঙ্গায় চলছে প্রতিমা বিসর্জন “দুর্গোৎসব এখন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় বরং একটি সর্বজনীন উৎসব, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতিকে এগিয়ে নেয়। এই উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করে।”...